তথ্যপ্রযুক্তি

বিশ্বজুড়ে আড়াই ঘণ্টা অচল ছিল স্টারলিংক ইন্টারনেট

Advertisements

স্পেসএক্সের স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংক বৃহস্পতিবার বিশ্বজুড়ে বড় ধরনের বিভ্রাটের মুখে পড়ে। এতে ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের অন্তত ৬০ লাখ ব্যবহারকারী হঠাৎ করে ইন্টারনেট সংযোগ হারান এবং প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় থাকেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে বিভ্রাটটি শুরু হয় বলে জানিয়েছে ইন্টারনেট বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর। ওই সময় ওয়েবসাইটটিতে ৬১ হাজারের বেশি ব্যবহারকারী বিভ্রাটের রিপোর্ট জমা দেন।

স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, ‘বিভ্রাটটি প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয় এবং এর মূল কারণ ছিল স্টারলিংকের অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি।’ তিনি আরো বলেন, ‘এই সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। তবে আমাদের লক্ষ্য সবসময় নির্ভরযোগ্য ও স্থিতিশীল নেটওয়ার্ক সরবরাহ করা।’

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লেখেন, ‘এই বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। স্পেসএক্স সমস্যাটির মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান করবে।’

Advertisements

বিশ্লেষকরা এই ঘটনাকে স্টারলিংকের ইতিহাসে নজিরবিহীন বলছেন। তাদের মতে, বিভ্রাটের পেছনে সফটওয়্যার ত্রুটি, ব্যর্থ আপডেট অথবা সম্ভাব্য সাইবার হামলার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০২০ সাল থেকে স্পেসএক্স পৃথিবীর কক্ষপথে ৮ হাজারের বেশি স্টারলিংক স্যাটেলাইট পাঠিয়েছে। বর্তমানে এই সেবা গ্রামাঞ্চল, সামরিক বাহিনী, পরিবহন খাত ও দুর্বল নেটওয়ার্কসম্পন্ন এলাকায় ব্যাপক চাহিদার মুখে রয়েছে। চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি তাদের নেটওয়ার্ক উন্নয়নের কাজ জোরদার করেছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন