রাজনীতি

উপদেষ্টামণ্ডলীর মধ্যে দুই ছাত্র উপদেষ্টা সবথেকে পাওয়ারফুল: সিনথিয়া জাহান

Advertisements
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহান আয়েশা বলেছেন, ‘উপদেষ্টামণ্ডলীর মধ্যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন, যারা সরাসরি এই রক্তের মেন্ডেট নিয়ে ও হাজার হাজার মানুষের মেন্ডেট নিয়ে আসলে তারা ক্ষমতায় কিংবা এই উপদেষ্টা পরিষদে আছেন। সেই জায়গা থেকে আসলে তাদের হওয়াই উচিত—সবথেকে পাওয়ারফুল উপদেষ্টা। যারা সরাসরি জনগণের মেন্ডেটের সঙ্গে যুক্ত এবং জনগণের সঙ্গে যুক্ত।’
সম্প্রতি বেসরকারি এক টেলিভিশন টক শোতে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের এক কথার জবাবে তিনি এই মন্তব্য করেছেন।
সিনথিয়া জাহান আয়েশা বলেন, ‘গোপালগঞ্জের বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ মনিটরিং রুমে ছিলেন, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিসিশন মেকিং যে বডি আছে; সেই বডির সেক্রেটারি হিসেবে আসিফ মাহমুদ ভাই দায়িত্ব পালন করছেন এবং জনপ্রশাসনের যেই ডিসিশন মেকিং বডি আছে সেখানে মাহফুজ আলম ভাই দায়িত্বপ্রাপ্ত। সেই জায়গা থেকে হয়তো মনিটরিং রুমে গিয়েছেন কিংবা ওখানে উপস্থিত ছিলেন।

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন