৩৫ বছরে টপ টেন গ্রুপ, বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক বিপণন প্রতিষ্ঠান টপ টেন গ্রুপ ৩৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে শনিবার সকালে টপ টেন গ্রুপের বিভিন্ন শাখায় আনন্দঘন পরিবেশে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টপ টেন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুল ইসলাম, প্রধান প্রশাসনিক কর্মকর্তা অব: মেজর মুস্তাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, জেনারেল ম্যানেজার মাসুদ খানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৩৫ বছরের পথচলায় টপ টেন গ্রুপ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে পণ্যের গুণগত মানের ওপর। এর ফলেই প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আরও বলেন, এই ধারাবাহিক সাফল্যের কারণে একটি মাত্র শোরুম দিয়ে যাত্রা শুরু করা টপ টেন গ্রুপ আজ দেশের বিভিন্ন জেলায় ৫০টিরও বেশি শোরুমে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে।
কর্মকর্তারা ভবিষ্যতেও গ্রাহকসেবার মান বজায় রেখে টপ টেন গ্রুপকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।