মহেশপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ ২৩ আগস্ট সদস্য পদ নবায়ন করতে গিয়ে বিতর্কিত ব্যক্তি কিংবা ফ্যাসিবাদের দোসরা যেন দলে ঢুকতে না পারে সে বিষয়ে সতর্ক করেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।শনিবার সকালে মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসুচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ন সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাসসহ অন্যানারা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করা হয়।
দলটির নেতৃবৃন্দ জানায়, আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। নবায়ন ছাড়াও নতুন প্রায় ৪০ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।