হরিণাকুন্ডুতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

অপরিণত বয়সে বিয়ের কারণে মেয়েরা নানা ঝুঁকির মুখে পড়ছে। আইন থাকলেও সচেতনতার অভাবে বাল্যবিবাহের মতো ঘটনা থেমে নেই। এমন প্রেক্ষাপটে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দখলপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় সোমবার (২৮ জুলাই) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুন্ডু উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। আলোচনায় বাল্যবিবাহ প্রতিরোধ ছাড়াও সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, আত্মহত্যা, নারী ও শিশু পাচার, ইভটিজিং, শিক্ষা থেকে ঝরে পড়া প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, জন্ম-মৃত্যু নিবন্ধন ও আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় মাদ্রাসার অধ্যক্ষ আশাদুজ্জামান, সহকারী প্রভাষক শাম্মি আক্তার ও মোমিনা খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা জানান, শুধু আইনের প্রয়োগ নয়, এসব সমস্যা রোধে চাই সামাজিক সচেতনতা ও আন্দোলন। কারণ বাল্যবিবাহের কারণে বিচ্ছেদ ও মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা বারবার ঘটছে।