সারাদেশ

পাগলিটা মা হয়েছেন, বাবা হননি কেউ!

Advertisements

খুলনার পাইকগাছায় এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) নারী ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ব্যস্ততম সড়কের পাশে একটি দোকানের সিঁড়িতে সন্তান প্রসব করেন তিনি। তার পরিচয় জানা না গেলেও মানবিক সহায়তায় পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এক পল্লী চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে প্রাণিসম্পদ অফিসের সামনে এস এম সাউন্ড নামের দোকানের সিঁড়িতে ওই নারী প্রসব ব্যথায় ছটফট করতে থাকলে দোকানদার লাবু ছুটে আসেন। পরে পথচারী ও উপজেলার ২ নম্বর কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা এগিয়ে এসে নবজাতক ও মা দুজনকে পাইকগাছা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

হাসপাতালের চিকিৎসক ডা. শাকিলা আফরোজ জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে। তবে ওই নারী সন্তানের প্রতি অসাবধান আচরণ করতে পারেন—এমন আশঙ্কায় মা ও শিশুকে আলাদা কক্ষে রাখা হয়েছে।

এদিকে পরিচয়হীন মা ও পিতৃপরিচয়হীন শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতা দেখানোয় প্রশংসা কুড়িয়েছেন পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি শুনেছি। হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়ে ইউএনও স্যারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন বলেন, মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় জানা না গেলে সরকারি ব্যবস্থায় যতটুকু করা সম্ভব, সমাজসেবা অফিসকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন