কোটচাঁদপুরে মিতালী সাহিত্য সংস্কৃতিক সংসদ ও মিতালী সংগীত একাডেমির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কোটচাঁদপুর মিতালী সাহিত্য সংস্কৃতিক সংসদ ও মিতালী সংগীত একাডেমির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন আজ নানান আয়োজনে মুখরিত ছিল কোটচাঁদপুর।
সকালে সংগঠনের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল দশটায় শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
এরপর সকাল এগারোটায় মিতালী একাডেমির কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এ বছর সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিল্পী তারিফ আহম্মেদ ও শিল্পী প্রদ্যুৎ কুমার বিশ্বাস-কে মিতালী পদক–২০২৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুব্রত ব্যানার্জী বাপী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সাইদুর রহমান এবং সংগীত পরিচালক কে এস টুটুল।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও শোভাযাত্রার নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, কবি মিতুল সাইফ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
দুই দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে আগামীকাল সকাল এগারোটায় পূর্ব বাজার পাড়ায় ‘ভদ্দর লোক’ শিরোনামে একটি পথনাটক মঞ্চস্থ করা হবে।
অনুষ্ঠান ঘিরে কোটচাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছ