মহেশপুর

ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তের গুলিতে আহত ০১, আটক ১

Advertisements

ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আহত হয়েছেন। আহত ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সীমান্তের চোরাচালান নাকি পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সীমান্ত এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃংখলা রক্ষা বাহিনী।

আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ নেপা ভাষানপোতা গ্রামের হলদিয়া মাঠ এলাকায় বাঘাডাঙ্গা-মহেশপুর সড়কে গুলির এ ঘটনা ঘটে। গুলিতে আহত মতিয়ার রহমান (মতি) বাঘাডাঙ্গা গ্রামের আজিজুর রহমানের ছেলে।
আটক ইব্রাহিম হোসেন ইব্রা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের টেনা হালসানার ছেলে। তিনি চোরাচালান সহ একাধিক মামলার আসামী।

গুলিবিদ্ধ মতিয়ার রহমানের ছেলে হিছাব আলী জানান, তার বাবা ঝিনাইদহের একটি আদালতে মামলার হাজিরা দিয়ে সঙ্গী মোখলেসুর রহমানকে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। মহেশপুরের ভৈরবা বাজারে মকলেছুর রহমানকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় ভাষানপোতা হলদিয়া মাঠে সড়কে চলন্ত অবস্থায় দুই দুর্বৃত্ত পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

স্থানীয় ও আহতের স্বজনরা জানায়, প্রায় ৬ মাস আগেও মতিয়ার রহমানকে তার বাড়ির সামনে থেকে গুলি করেছিল দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, তারাই আবারও মতিয়ার রহমানকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে।

Advertisements

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বিকালে উপজেলার সীমান্তবর্তী ভাষানপোতা গ্রামের হলদিয়া মাঠে সড়কের পাশে মতিয়ার গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল। ওই সময় স্থানীয়রা টের পেয়ে মতিয়ার রহমানকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।  প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আল মামুন জানান, তার ডান হাতের পাশে পিঠে একটি গুলি লেগেছে। গুলি বেরিয়ে যাওয়ার তেমন সিমটম পেলাম না। হয়তো শরীরের ভিতরে গুলিটি থেকেও যেতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. সায়েম ইউসুফ বলেন, ঘটনাস্থলে পুলিশ সুপার মহোদয় পৌছেছেন। পুরো এলাকায় অভিযান শুরু করা হয়েছে। ইব্রাহিম হোসেন ইব্রা নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যে প্রকৃত পক্ষে কি কারণ আছে, তা নিয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন