আন্তর্জাতিক

৪ যুবককে নিয়ন্ত্রণ করতেন এই তরুণী

Advertisements
ভারতে জাল বিস্তার করছিল আল কায়েদার শাখা সংগঠন-এমনই খবর জানাল ভারতীয় গণমাধ্যম। সামাজিক মাধ্যমে মগজ ধোলাই চলছিল যুবকদের। এবার দেশটির গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াডের হাতে ধরা পড়ল মূল চক্রী। সামা পারভিন নামক ৩০ বছর বয়সী এক তরুণীকে কর্নাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়।

গুজরাট এটিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, সামা-ই আল কায়েদার গোটা মডিউল পরিচালনা করছিলেন। কর্নাটকে যে গোপনে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছিল আল কায়েদা, তার প্রধান হ্যান্ডলার ছিলেন সামা। ইনস্টাগ্রামের মাধ্যমে যাবতীয় জঙ্গি কার্যকলাপ পরিচালনা করতেন।

গত ২৩ জুলাই এটিএস ৪ জঙ্গিকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন
এরা হলো- মোহাম্মদ ফইক, মোহাম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি, জিশান আলি। গুজরাট, দিল্লি ও নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাঁদের। 

Advertisements

তদন্তে জানা যায়, ভারতের একাধিক জায়গায় নাশকতার ছক ছিল তাদের। সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করত।

ভারতের বাইরে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত তারা। 

দেশের যুবকদের মগজধোলাই করত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করত আল কায়েদার চিন্তাধারা প্রচার করার জন্য। নিজেদের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে অটো ডিলিট অ্যাপ ব্যবহার করত। পাশাপাশি নকল নোটের চক্রও চালাত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন