সারাদেশ

প্রেমিকের ‘ভাই’ হওয়ার প্রস্তাব, যে কাণ্ড করল প্রেমিকা

Advertisements

প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে ‘ভাই’ হতে চাওয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষের বোতল হাতে অনশনে বসেছে নবম শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সখীপুরে।

ভুক্তভোগীর অভিযোগ, দুবাইপ্রবাসী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এক বান্ধবীর মাধ্যমে পরিচয়, পরে তা গড়ায় ঘনিষ্ঠতায়। একপর্যায়ে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কেও জড়িয়ে পড়েন তিনি।

মেয়েটির অভিযোগ, প্রেমিক বিয়ে করবে বলেই আমি সবকিছুতে রাজি হই। এখন বলে, ও আমাকে ভাই বানিয়ে রাখতে চায়। আমি ওকে বলেছি, বিয়ে না করলে আমি মরে যাব। কিন্তু ও বলে, যা খুশি কর, আমার কিছু যায় আসে না।

বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

Advertisements
🔴 সাবস্ক্রাইব করুন

হতাশা থেকে প্রেমিকের বাড়ির সামনে বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করেন ছাত্রীটি। সঙ্গে নিয়ে যান প্রেমের প্রমাণস্বরূপ কিছু ছবি, চ্যাট এবং কল রেকর্ড। তবে তার আগেই যুবকটি বাড়ি ছেড়ে চলে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।ছাত্রীর অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে ছেলের পরিবারের কাছ থেকেও অপমানের শিকার হন তিনি। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া এ ঘটনায় কেউ কেউ উপহাস করলেও, অনেকেই তার সাহসিকতার প্রশংসা করেছেন।

এক প্রতিবেশী বলেন, ভালোবাসা যদি সত্যিই ছিল, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গের দায় কে নেবে? মেয়েটি কি কখনো তার আত্মসম্মান ফিরে পাবে না?

এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন