শিক্ষা

প্রাথমিকে সাড়ে ১৫ হাজার শিক্ষক নিয়োগ ডিসেম্বরের মধ্যে

Advertisements

আগামী ডিসেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (২৮ জুলাই) ঢাকার মোহাম্মদপুরে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পে’র আওতায় ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান একথা জানান।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করব। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ডিসেম্বরের মধ্যে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আজকে সবচেয়ে খুশি হয়েছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র/ছাত্রী। শিশু শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করবে এই প্রত্যাশা করি। দৃষ্টিনন্দন ভবন নির্মাণের ফলে পড়ালেখার পরিবেশ তৈরি হয়েছে। আমরা যে উদ্যোগ নিয়েছি তা সফলভাবে বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে শিশুরা। সমাজ উন্নত হবে। শিশুরা উন্নত জীবন পাবে।

Advertisements
বিজ্ঞাপন
Jhenada TV Logo
/JhenadaTV

সর্বশেষ আপডেট পেতে

🔴 সাবস্ক্রাইব করুন

অনুষ্ঠানে জানানো হয়- শিক্ষার সুন্দর পরিবেশ, শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও শিশুর মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্যে এ প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধাসহ ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার যে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয় সেগুলো হলো- রাজধানীর মোহাম্মদপুরে তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর বরাবো মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও বিজি প্রেস সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনানিবাস কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেমরা নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানমন্ডি প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আটটি বিদ্যালয়ে মোট কক্ষ সংখ্যা রয়েছে ১৭৭টি, ভবনের সঙ্গে সংযুক্ত রয়েছে ওয়াস ব্লক ৫৭টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

সব তথ্য এক ক্লিকে – আপনার জানার একমাত্র ঠিকানা!

দেশ-বিদেশের আপডেট, দরকারি তথ্য, সরকারি-বেসরকারি সেবা, প্রযুক্তির খবর কিংবা লাইফস্টাইল — এক জায়গায়, এক ক্লিকে!

এখনই ভিজিট করুন