বিইউপিতে স্বাধীনতা অডিটোরিয়ামের উদ্বোধন
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দ্বিতল ‘স্বাধীনতা অডিটোরিয়াম’ নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার স্বাধীনতা অডিটোরিয়ামের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অডিটোরিয়াম উদ্বোধন শেষে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম ‘Dynamics of Bangladesh-India Land Border Management’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এরপর প্রধান অতিথি গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সেনাপ্রধান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা পূরণের লক্ষ্যে বিইউপি শিক্ষার্থীদের আউটকাম বেস শিক্ষা অর্জনের জন্য কাজ করতে হবে।
তিনি ব্যক্তি, সমাজ ও জাতি গঠনে শৃঙ্খলা, নৈতিকতা এবং দেশপ্রেমের উপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে তিনি বিইউপিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য বিইউপির প্রাক্তন এবং বর্তমান সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিইউপির উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
অনুষ্ঠানে বিইউপির ভাইস চ্যান্সেলর, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।