স্থানীয় প্রতিনিধি, শৈলকুপাঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে ১০ বছর বয়সী এক কিশোরীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মেধা হক মহিষগাড়ি গ্রামের জিয়াউল হক মুকুলের মেয়ে।
জানা যায়, দুপুরে মেধা বাড়ির বাইরে দোলনায় চড়ে খেলার সময় একটি নীল রঙের Apache RTR মোটরসাইকেল চালিয়ে এক ব্যক্তি তার কাছে আসে। প্রথমে তার নাম জিজ্ঞাসা করে এবং পরে তার গলার চেইন সম্পর্কে জানতে চায়। এ সময় মেধার বড় ভাই জানালা দিয়ে তাদের কথোপকথন লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, সেই ব্যক্তি হঠাৎ চেইনটি টেনে নিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
এ ঘটনায় মেধার পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে এবং ছিনতাইকারীকে ধরতে অভিযান শুরু করেছে।
এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।