অন্তর্বর্তী কালিন সরকার আসার কয়েকদিনের মধ্যে সারাদেশে অস্থিরতা তৈরি হয়, একই সময় বহু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল প্রফেসর বিভিন্ন কারণে পদত্যাগ করেন। তার জেরে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ”সোনাইমুড়ী সরকারি কলেজ” অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম পাটোয়ারী তাঁর ছবি ও নাম ব্যবহার করে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফেইসবুক আই.ডি ভূয়া আইডি খুলে তার বিরুদ্ধে অপপ্রচার মিথ্যা ছড়ায়। পরে কলেজের নামেও ভুয়া আইডি খুলে কলেজ প্যাডে একটি পদত্যাগপত্র পোস্ট করা হয়। ঐ ভূয়া ফেইসবুক আই.ডি-তে যেই পদত্যাগপত্র টি পোস্ট করা হয়েছে, তাতে অধ্যক্ষের সিগনেচার স্কেন করে বসানো হয়েছে বলে দাবি করেন।
সোনাইমুড়ী কলেজের ভূয়া ফেইসবুক আইডি থেকে পদত্যাগপত্র প্রকাশ হওয়ায় পর বাংলাদেশের বহুল জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়। তার প্রতিবাদে ২৭ আগস্ট ২০২৪ তারিখে ভূয়া ফেইসবুক আইডি পদত্যাগপত্র ও দৈনিক প্রথম আলো পত্রিকার প্রকাশিত খবরের প্রতিবাদ জানান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম পাটোয়ারী।