খেলাধুলা
বিপিএলে ঢাকার নতুন মালিক শাকিব খান
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) প্রতি আসরেই ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়। গত কয়েক আসরের ধারাবাহিকতায় এবারও তাই হলো। ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান।
প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার জগত থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে।
শাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, এরইমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।