ঝিনাইদহহরিণাকুন্ডু

হরিণাকুন্ডে পুলিশ সদস্যদের পূণরায় যোগদান করায় ফুল দিয়ে অভিনন্দন জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা

ঝিনাইদহের হরিণাকুন্ডু থানায় পুলিশ ও গ্রাম পুলিশের সকল সদস্যরা পুনরায় নিজ নিজ দায়িত্বে যোগদান করেছেন,অভিনন্দন জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান সহ পুলিশের সকল সদস্য ও গ্রাম পুলিশ কর্মকর্তা-কর্মচারীকে ফুল দিয়ে অভিনন্দন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

সেবাগ্রহীতাদের অনেকেই কাঙ্খিত সেবা পেয়েছেন বলে জানিয়েছেন তারা। কর্মস্থলে যোগদান করে সেবা কার্যক্রম শুরু করায় স্থানীয় লোকজনসহ নানা মহল সাধুবাদ জানিয়েছে হরিণাকুন্ডু থানা পুলিশ ও গ্রামপুলিশ সদস্যদের।

সচেতন মহলের অনেকে জানিয়েছেন, ‘গত কয়েকদিন থেকে পুলিশের শূন্যতা সবাই অনুভব করেছেন। পুলিশ সবসময় আইন-শৃঙ্খলা রক্ষা করে জন-সাধারণের সমস্যা নিরসণে কাজ করে। তাই জনগনের জানমাল হেফাজতে পুলিশের ভূমিকা অপরিসীম। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে জনসাধারণের প্রকৃত সেবক হিসেবে এখন থেকে পুলিশ তাদের দৈনন্দিন সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা সবার।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘কর্মস্থলে আসতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আশাকরি দু’এক দিনের মধ্যেই সবাই নিজ কর্মস্থলে ফিরবেন। এরপরই মাঠ পর্যায়ের সকল সেবা কার্যক্রম পুরোদমে শুরু করব আমরা। থানায় যারা আসছেন তাদেরকেও আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে হরিণাকুন্ডু থানা পুলিশ সত্যিকার অর্থে জনগনের সেবক হিসেবে কাজ করবে। পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং জনসাধারণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিমা আক্তার বলেন,
ছাত্রদের দীর্ঘ আন্দোলন, অসংখ্য ছাত্র-জনতার নির্মম নির্যাতন, শহিদী বরণ এর মাধ্যমে এদেশ থেকে স্বৈর শাসক হাসিনার পতন হয়েছে। এদেশের শিক্ষার্থীরা সত্যিকার একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এই আন্দোলন সফল করেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে রাজপথে থেকে তৎকালীন স্বৈর শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে আন্দোলন চলমান রেখেছিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখা,হরিণাকুণ্ডু উপজেলাকে সুন্দর করে গড়ে তুলতে প্রশাসনের সকল কর্মকান্ডে পরামর্শ, সহযোগীতা ও দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading