অর্থনীতি

সবজির বাজারে উত্তাপ কিছুটা কমেছে

কোটা সংস্কার আন্দোলনের ফলে গত কয়েক দিনের সহিংস ঘটনায় দেশের বাজারে পণ্যের সাপ্লাই চেইন  প্রায় ভেঙে পড়েছিল। এতে রাজধানীর কাঁচাবাজারগুলোতে পণ্যের ঘাটতি দেখা দেয়। ফলে বাড়তে থাকে দাম। বর্তমানে রাজধানীর সঙ্গে সারা দেশের পণ্য সরবরাহ সচল হতে শুরু করেছে। এতে সবজির বাজারে উত্তাপ কিছুটা কমেছে।

শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরসহ স্থানীয় বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৪০০-৪৫০ টাকা কেজি। এছাড়া প্রতি কেজি বেগুন কেজিতে ২৫-৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়াও অন্যান্য সবজিতে কেজি বা পিস প্রতি অন্তত ১০-১৫ টাকা কমেছে। এর মধ্যে- লাউ প্রতি পিস ৭০ টাকা, শসা প্রতি কেজি ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, কুমড়া ৩০ টাকা, গাজর ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, টমেটো ১৮০ টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ২৫ টাকায়।

বিক্রেতারা বলছেন, কারফিউর কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা পণ্যের দাম কিছুটা বেশি ছিল। এখন তা স্বাভাবিক হতে শুরু করেছে। সামনে আরও দাম কমবে।

মোহাম্মদপুর কাঁচা বাজারের সবজি বিক্রেতা জসীম বলেন, কারফিউর কারণে মাল নিয়ে গাড়ি আসতেই পারেনি। তবে সামনে দাম কমতে পারে।

আরেক বিক্রেতা আনোয়ার বলেন, কারফিউর কারণে সব সবজির দাম বেড়ে গেছিল, এখন সাপ্লাই আসতেছে, দাম আবার আগের মতো হচ্ছে।

একই বাজারে ক্রেতা নাইম মাহমুদ বলেন, কোনো একটা ইস্যু পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের তো সেটা কেনার মতো আর্থিক অবস্থা থাকে না।

কামাল উদ্দিন নামে আরেক ক্রেতা বলেন, আমাদের রোজগার তো সীমাবদ্ধ। আগে যতটুকু বাজার নিতাম, এখন তার অর্ধেক কিনে সংসার চালাই। এভাবে আর কতদিন চলবে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading