ক্যাম্পাস

বহিরাগতদের ক্যাম্পাস ছাড়তে ঢাবি প্রশাসনের মাইকিং

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিরাগতদের সরিয়ে দিয়ে মাইকিং করছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। তবে তাদের মাইকিংয়ে কর্ণপাত করেনি ছাত্রলীগের সমাবেশে আসা নেতাকর্মীরা। এসময় প্রক্টরিয়াল টিম কয়েকজনের হাত থেকে ৫/৬টি লাঠি, স্টাম্প ও রড সংগ্রহ করেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই অবস্থা দেখা যায়। এসময় তারা বহিরাগতদের সরতে বললেও তাদের সামনে দিয়েই স্টাম্প, রড নিয়ে পাশ কাটাতে দেখা যায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের।

মাইকিংয়ে প্রক্টরিয়াল টিমের সদস্যরা ক্যাম্পাসে বহিরাগত কেউ অবস্থান করবেন না, লাঠি, রড নিয়ে কেউ অবস্থান করবেন না, সবাইকে চলে যাওয়ার অনুরোধ করা যাচ্ছে বলতে দেখা যায়। এসময় টিমের কথায় কর্ণপাত করেনি একজনও। বরং তাদের সামনে দিয়েই রড স্টাম্প নিয়ে চলতে দেখা যায় অনেককেই। তারা সবাই বহিরাগত ও অছাত্র বলেও নিশ্চিত হওয়া যায়। এসময় তারা কয়েকজনের হাত থেকে কয়েকটি স্টাম্প ও রড নিয়ে নিলেও কাউকেই তারা সরাতে পারেননি।

এর আগে, বেলা ১২টা থেকে ঢাকার দুই মহানগর, থানা, উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বাসে করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন। সে সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরাও অবস্থান নেন। অবস্থানরত নেতাকর্মীদের হাতে রড, স্ট্যাম্প, লাঠি ও পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র লক্ষ্য করা যায়। ছাত্রলীগের ঘোষিত প্রতিবাদ কর্মসূচি রাজু ভাস্কর্যে দেড়টায় শুরু হওয়ার কথা ছিল, তবে বিকেল পৌনে ৪টায় তা শুরু হয়।

প্রসঙ্গত, এর আগে সোমবার প্রভোস্ট কমিটির এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য- হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে নিষেধ, সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়। তাছাড়া কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading