ভারতের সঙ্গে চুক্তিগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর নয় : চরমোনাই পীর
সম্প্রতি ভারতের সঙ্গে ১০টি চুক্তি করেছে সরকার৷ ভারতের সঙ্গে চুক্তিগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শনিবার (২৯ জুন) ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা পূর্ব শাখার উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নবীন ছাত্র সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ পরিকল্পনা নিয়ে সমালোচনা করে রেজাউল করীম বলেন, শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে যে কোনো ত্যাগের জন্য ছাত্র সমাজকে প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, জাতি ও মানবতার কল্যাণে মহানবী (সা.) এর সোনালী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে সবাইকে ফিরে আসতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম শাখার সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে নবীন ছাত্র সমাবেশে বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মাওলানা বেলাল নূর আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজীসহ অনেকে