ছাগল খুঁজতে গিয়ে নিখোঁজ, পরদিন পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন পুকুর থেকে বৃদ্ধ আফাজ উদ্দিনের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গোড়োল গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃদ্ধ আফাজ উদ্দিন ওই এলাকার মৃত আবুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধ আফাজ উদ্দিনের একটি হাত অচল ছিল। গতকাল শুক্রবার দুপুরে নিজের পালন করা একটি ছাগল খুঁজতে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। আজ শনিবার সকালে ওই পুকুরে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করে। স্থানীয়দের ধারণা পা পিছলে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।