নাচোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে আব্দুস সামিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত সামিম নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
শুক্রবার রাতে নাচোলের কালইর রেল ক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও আমনুরা জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, আমনুরা থেকে রহনপুরগামী মহানন্দা ট্রেনে আনুমানিক রাত দেড়টা থেকে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, রাত ২টার দিকে নিজ ঘর থেকে বের হয়ে রেল লাইনের পাশে হাঁটহাটি করছিলেন আব্দুস সামিম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পেরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।