স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া গৃহবধূ হত্যা মামলায় মো. সাইফুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সরওয়ার আলমের আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের জুন মাসে নাজমা আক্তারকে নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী গৃহবধূর ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। আদালতে মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষ্য দেন।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, রায় ঘোষণার সময় আসামি সাইফুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানামূলে পুনরায় কারাগারে পাঠানো হয়।