চুয়াডাঙ্গায় গরু কিনতে বের হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিবুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কের কুয়াতলা-মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিবুল উপজেলার হারদি ইউনিয়নের থানাপাড়ার বুদো মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।
রাজিবুল ইসলামের বন্ধু ইসতিয়াক মিজান ঢাকা পোস্টকে বলেন, সকালে গরু কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী হাটুভাঙ্গায় যাচ্ছিলেন রাজিবুল। এ সময় কুয়াতলা নামক স্থানে পৌঁছালে যাত্রীবাহী বাস এসবি পরিবহনের (ঢাকা মেট্রো-১৪-৮৯৯৮) সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে কুষ্টিয়া যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আব্দুল গণি ঢাকা পোস্টকে বলেন, যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঊর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।