ইউরো শুরুর আগেই ছিটকে গেলেন নেদারল্যান্ডস তারকা
ক্যালেন্ডারের পাতা গুণে আর ৪দিন পরেই শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের মহাদেশীয় আসর ইউরো ২০২৪। জার্মানির ১০ শহরে বসবে এবারের ইউরো। অংশগ্রহণকারী সব দেশই অবস্থান করছে জার্মানিতে। প্রীতি ম্যাচ দিয়ে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছে দেশগুলো। নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে সেই প্রস্তুতিও সেরে নিয়েছে ডাচরা।
তবে নেদারল্যান্ডসের ইউরো যাত্রা শুরুর আগেই হজম করতে হলো দুঃসংবাদ। দলের মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং আসর শুরুর আগেই ইনজুরিতে ছিটকে গিয়েছেন। গোড়ালির ইনজুরির কারণে আসন্ন ইউরো খেলতে পারবে না বার্সেলোনার এই মিডফিল্ডার।
অ্যাঙ্কেল ইনজুরি ডি ইয়ংকে বেশ ভুগিয়েছে। তবে ইনজুরি থাকা সত্ত্বেও ইউরোর দলে জায়গা পেয়েছিলেন তিনি। ধারণা করা হয়েছিল ইউরো শুরু হতে হতে সেরে ওঠবেন ডি ইয়ং। তবে গতকাল সোমবার (১০ জুন) বার্সেলোনার চিকিৎসক জানায়, ইউরোর আগে ডি ইয়ংয়ের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।
আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই অবশ্য দলের সঙ্গে অনুশীলন করেছিলেন ডি ইয়ং। তবে ম্যাচে নামানো হয়নি তাকে। পুরো ফিট হওয়ার অপেক্ষায় ছিল তার দল। ম্যাচ শেষে ইয়ংয়ের ইউরো থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। ডাচ কোচের ভাষ্য, ‘পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না।’
এদিকে ইউরো থেকে ছিটকে যাওয়ায় নিজের হতাশা প্রকাশ করেছেন ডি ইয়ং, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে না পারায় আমি বিষণ্ন ও হতাশ। আমাদের পক্ষে যা করা সম্ভব, সবই আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার অ্যাঙ্কেলের আরও সময় প্রয়োজন।’
ইনজুরিতে ছিটকে গেলেও দলের প্রতি বার্তা দিয়ে রেখেছেন ডি ইয়ং, ‘কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা, কমলা জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং পুরো দেশের সমর্থন অনুভব করা স্বপ্ন ও সর্বোচ্চ সম্মানের। কিন্তু এখন, আর সব অরেঞ্জ আর্মির মতো পার্শ্বরেখা থেকে দলের জন্য উল্লাস করব। এগিয়ে যাও ছেলেরা।’