জাতীয়

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা চতুর্থ

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৯ নিয়ে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

১৬৯ স্কোর নিয়ে এ তালিকার সবার শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান একিউআই বলছে, এ তালিকায় দুবাইয়ের পর ইন্দোনেশিয়ার জাকার্তার অবস্থান (স্কোর ১৩৭)। ১৩৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল চীনের উহান। এরপরই ঢাকার অবস্থান।

অপর দিকে সকাল ৯টায় নির্মল বায়ুর শহরের তালিকায় ৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও নরওয়ের অসলো। সমান ১২ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, অস্ট্রেলিয়ার সিডনি ও যুক্তরাজ্যের বার্মিংহাম ছিল দ্বিতীয় স্থানে। তিনে ছিল যুক্তরাজ্যের লন্ডন ১৪ স্কোর।

একিউআই বায়ুর মান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading