নোবেল গাইছেন ইসলামিক গান, পড়ছেন নামাজ
বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। বিতর্কিত কাণ্ডের জেরে মাঝে মধ্যেই খবরের শিরোনাম হন তিনি। কখনো স্ত্রীকে জড়িয়ে আবার কখনো মদ পান করা নিয়ে নেটিজেনদের খপ্পরে পড়তে হয়েছে এই গায়ককে। এবার নোবেলকে দেখা গেল ভিন্ন রুপে।
প্রতি ওয়াক্তে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন নোবেল। আড্ডা দিচ্ছেন মাদ্রসারা ছোট ছোট ছাত্রদের সঙ্গে। এ সময় ছাত্রদের মেহেরবান গানটিও শোনান তিনি।
বিষয়গুলো দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বেশ কয়েকটি ছবি ও ভিডিও নিজ ফেসবুক প্রোফাইলে আপলোড করেন নোবেল।
পোস্টে দেখা যায়, গোপালগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কোর্ট মসজিদ মাদরাসা ও এতিমখানার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন তিনি। এ সময় শিক্ষার্থীদের আবদারে তিনি তার গাওয়া মেহেরবান গানটি গেয়ে শোনান। তার গানের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা। এমন কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করার পর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন নোবেল।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে নোবেল বলেন, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে দেখি বৃষ্টি হচ্ছে। পরে বাসা থেকে ভিজতে ভিজতে ফজরের নামাজ আদায় করতে হাইকোর্ট মসজিদ মাদ্রাসায় যায়। সেখানে গিয়ে নামাজ আদায়ের পর মসজিদের মুয়াজ্জিন আমাকে দেখে ডাক দিয়ে বসান। মুয়াজ্জিন আমার বন্ধু হয়। ওই খানে বসে আড্ডা দেওয়ার সময় শিক্ষার্থীরা পড়া বাদ দিয়ে ছুটে আসে।
তিনি বলেন, সেসময় ছাত্ররা আমার থেকে ইসলামিক গান শুতে চায়। আমি আমার গাওয়া মেহেরবান গানটি গেয়ে শোনাই। গানটি গাওয়ার সময় আমার সাথে কণ্ঠ মিলিয়ে গান গেয়েছে সব শিক্ষার্থীরা।
ভক্তদের উদ্দেশ্যে নোবেল বলেন, ভক্তরা আমাকে ভালোবাসে। আমি আবার আগের নোবেলে ফিরে আসব। আমি ভক্তদের করে দেখাব যে নোবেল আগের অবস্থায় ফিরে এসেছে।