‘শাহরুখের ফ্যানদের খুব ভয় পাই’ বিস্ফোরক মন্তব্য পরিচালকের!
বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে কাজ না করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন পরিচালক অনুরাগ। এবার এ নিয়ে মুখ খুলেছেন পরিচালক, কারণ হিসেবে জানিয়েছেন, অভিনেতার ফ্যানবেস! পরিচালকের মতে বড় তারকাদের অনুরাগীর সংখ্যা এত বিপুল যে তাদের সঙ্গে কোনও কাজ করতে গেলে অনেক ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। ‘শাহরুখের ফ্যানদের খুব ভয় পাই’।
তিনি বলেন, সৃজনশীলতার ক্ষেত্রেও অনেক বাধার সম্মুখীন হতে হয়। আর এসব কারণে কখনও কখনও পরিচালক এবং অভিনেতাদের মধ্যে সহযোগিতার জায়গাতেও বাধা সৃষ্টি করে।
হিউম্যানস অফ সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ জানান, বলিউড সুপারস্টার হিসেবে এত প্রশংসা সত্ত্বেও তিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করা কঠিন।
তিনি বলেন, আমার শাহরুখ খানের প্রিয় ছবি হলো চক দে ইন্ডিয়া, এছাড়াও কাভি হ্যান কাভি না। ক্যারিয়ারের একদম শুরুর দিকে তিনি সকলের সঙ্গেই মোটামুটি কাজ করেছিলেন। কিন্তু এখন শাহরুখ খানের সঙ্গে ছবি করা অসম্ভব। আমি ওকে খুব পছন্দ করি, ওর কাজ আমার খুব ভালো লাগে। কিন্তু আমি ওর ভক্তদের খুব ভয় পাই।
সত্যি বলতে এই সোশ্যাল মিডিয়ার যুগে, ভক্তদের কারণে বড় তারকারা টাইপকাস্ট হন এবং ভক্তরাও তাদের কাছ থেকে একই জিনিস বারবার দেখে যেতে চান, তা না হলে ভক্তরা সেটা প্রত্যাখ্যান করত, তাই অভিনেতারাও নতুন কিছু করার চেষ্টা করেন না, বা নতুন কিছু নিয়ে ভাবতে তারা ভয় পান।
এ পরিচালক আরও বলেন, আমি ভয় পাচ্ছি কারণ আমি যে ছবিটি করতে চাই তার বাইরে অন্যকিছু তৈরি করবো না। কেবল ভক্তদের ইচ্ছে পূরণ করার জন্য আমি ছবি বানাতে পারব না। তারপরে যা ঘটবে তার মূল্য যে বানাবে তাকেই দিতে হবে। কিন্তু সেই মূল্য দেওয়ার ক্ষমতা আমার নেই। শাহরুখই যদি তার ফ্যানদের কাছে শেষ কথা হতেন তাহলে হয়তো আমি বলতে পারতাম যে আমারও ওর সঙ্গে কাজ করার সাহস রয়েছে।
তিনি আরও বলেন, আমার কর্মজীবনের সবচেয়ে বড় বিপর্যয় নিয়ে আসে প্যায়ার উইথ ডিজে মহব্বত, ওই ছবি করতে গিয়ে আমি আমার সমস্ত টাকা খুইয়েছি। সবাই এটাকে আমার বোকামি ভেবেছিল, কিন্তু আমি আমার ব্যর্থতার ভারও বহন করতে পারি, তাই আমার কোনো অনুশোচনা নেই।