ট্রেনে ঈদযাত্রা : বৃহস্পতিবার সাড়ে ২৪ হাজার আসনের টিকিট বিক্রি
ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের আগে শেষ দিনের মতো ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার বিক্রি করা হয়েছে ১৬ জুনের বিভিন্ন ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ঢাকা থেকে সাড়ে ২৪ হাজারের বেশি আসনের টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয়েছে ৩৭ হাজার বেশি আসনের টিকিট।
সূত্রের তথ্যমতে, সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর পর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে আন্তঃনগর ট্রেনের ৩৭ হাজার ৪১০টি আসনের টিকিট বিক্রি হয়েছে। এ দিনের জন্য সারাদেশে ট্রেনের মোট আসন সংখ্যা এক লাখ ৪৮ হাজার ৩৩৯টি। এদিকে শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ২৪ হাজার ৫৪৩টি আসনের টিকিট বিক্রি হয়েছে। এ দিন ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেনের আসন সংখ্যা ৩০ হাজার ৩৯৯টি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ আসনের টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।