অর্থনীতি

চার জেলায় ২৪৮ কোটি টাকা ব্যয়ে হচ্ছে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল

যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালী জেলায় ২৪৮ কোটি টাকা ব্যয়ে হচ্ছে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর জন্য ১২ তলা ভবন নির্মাণ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরও তিনটি ব্যয় বাড়ানো প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় যশোর, কক্সবাজার, পাবনা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, আনুষঙ্গিক ভবন স্থাপন এবং নোয়াখালীতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ (এএমইউএমসি) ও জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালসহ পাবনায় হাসপাতাল ভবন (১০তলা ভিত্তি ও একটি বেইসমেন্ট) নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৪৭ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৩৪৯ টাকা। নির্মাণ কাজটি পেয়েছে সজিন কনস্ট্রাকশন লিমিটেড।

তিনি জানান, ইপিবির জন্য ‘১২তলা বিশিষ্ট রপ্তানি উন্নয়ন ভবন নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়ন করবে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ইউসিসিএল দি ইউনাইটেড কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকা। প্রকল্পের আওতায় ঢাকার আগারগাঁও এলাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর জন্য ৩টি বেইজমেন্টের ওপর ১২তলা বিশিষ্ট রপ্তানি উন্নয়ন ভবন নির্মাণ করা হবে।

সভায় বিসিএস ইকনমিক একাডেমি প্রতিষ্ঠা (৩য় সংশোধিত)’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ ২৮ কোটি ৮ লাখ ৫ হাজার ২৮৪ টাকা ব্যয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় ১৩তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্স লি.-এর সঙ্গে ১৫৭ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৮ কোটি ৮ লাখ ৫ হাজার ২৮৪ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

এছাড়া ঢাকার মিরপুরস্থ ৯ নং সেকশনে ১৫টি ১৪তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ (স্বপ্ননগর-২)’ প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রকল্পের পূর্ত-৮ ভবন-১৩ ও ২২ এর নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান নূরানী কনস্ট্রাকশন লি.-এর নিকট থেকে ৭৭ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৩৬ টাকায় ক্রয়ের চুক্তি করা হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভুত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৩ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৬৮৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকার মিরপুরের ৯ নং সেকশনে ১৫টি ‌‘১৪তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ (স্বপ্ননগর-২)’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ ২৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার ১০৫ টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্পের পূর্ত-১১ ভবন-১৬ ও ২৫ এর নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এমএসসিএল এবং সিএইচএল-এর কাছ থেকে ৭৭ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৯৫৫ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত/টেন্ডার বহির্ভুত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার ১০৫ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading