হ্যাটট্রিকের পথে হেমা মালিনী
বলিউডের প্রবীণ অভিনেত্রী ও বিজেপি নেত্রী হেমা মালিনী তৃতীয়বারের মত ভারতের লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন। মঙ্গলবার ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা এ নির্বাচনের ভোট গণনা চলছে। এদিন দুপুর পর্যন্ত ২,১৬,৩৬৪ ভোটে এগিয়ে ছিলেন হেমা। ভারতীয় গণমাধ্যম বলছে, এবারও যদি হেমা নির্বাচিত হন, তাহলে সাংসদ হিসেবে হ্যাটট্রিক অর্জন করবেন ড্রিম গার্ল খ্যাত এই অভিনেত্রী।
৭৫ বছর বয়সি বিজেপি এই নেত্রী ও অভিনেত্রীকে মথুরা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। তার বিপক্ষে দাঁড়িয়েছেন কংগ্রেস প্রার্থী মুকেশ ধানগর।
হেমা মালিনি তার রাজনৈতিক যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। ২০০৪ সালে তিনি যুক্ত হন বিজেপির সঙ্গে। ২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে মথুরা থেকে প্রার্থী হয়েছিলেন তিনি।
ভরতনাট্যমে পারদর্শী হেমা মালিনী ২০০০ সালে পদ্মশ্রী ভূষিত হন। তামিল ভাষায় নির্মিত দক্ষিণী সিনেমা ‘ইধু সাথাম’-এ অভিনয় শুরুর মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। এরপর ১৯৬৮ সালে হিন্দি ছবি ‘সাপনো কে সাওদাগর’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন এই অভিনেত্রী। এছাড়াও একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গেছে তাকে।