সড়ক দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি ০২ দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির
ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের ছুটি দুই দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংস্থাটি বলছে, এবার ঈদযাত্রায় ঢাকা ও আশেপাশের জেলা থেকে ১ কোটি ৬০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। ছুটি দুই দিন বাড়ালে যানজট, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও দুর্ঘটনা কম হবে।
বুধবার (২৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, “এবার ঈদের ছুটি ৯ ও ১০ এপ্রিল। ঈদের আগে ৮ এপ্রিল শুক্রবার। অনেকেই এই দিন ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাবেন। ফলে ৯ ও ১০ এপ্রিল দুই দিনে রাজধানী থেকে ৬০ থেকে ৭০ লাখ মানুষ বেরিয়ে যাবে।”
মোজাম্মেল হক চৌধুরী বলেন, “আমাদের গণপরিবহন ব্যবস্থা এই বিশাল সংখ্যক মানুষকে বহন করতে সক্ষম নয়। ফলে যানজট, ভাড়া নৈরাজ্য ও দুর্ঘটনার আশঙ্কা থাকে।”
তিনি আরও বলেন, “ঈদের ছুটি দুই দিন বাড়ালে মানুষ ধাপে ধাপে গ্রামের বাড়ি যেতে পারবে। ফলে যানজট ও ভাড়া নৈরাজ্য কম হবে।”
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নিম্নলিখিত দাবিগুলোও জানানো হয়:
- রাজধানীর প্রতিটি সড়কের ফুটপাত হকার ও অবৈধ পার্কিং মুক্ত করা।
- ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ও টোল পয়েন্টগুলো যানজটমুক্ত করা।
- অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা।
- ফিটনেসবিহীন যানবাহন, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, নৌ পথে পর্যাপ্ত বয়া-বাতি ও জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, একজন চালককে বিশ্রামহীনভাবে দীর্ঘ সময় যানবাহন চালাতে বাধ্য করার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।