রেস্তোরাঁয় ঢুকে তিনজনকে ছুরিকাঘাত, আটক ৩
কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় অভিযুক্ত ৩ আসামিকে আটক করেছে পুলিশ। শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী।
এর আগে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল সেতুর নিচে রিভার ভিউ ফুড কর্নারে এ ঘটনা ঘটে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকার সিরাজ খালাসীর ছেলে রাজীব (২৫), একই এলাকার আমজাদ আলীর ছেলে শামীম (২৪) এবং আলমের ছেলে জুয়েল হোসেন (৩০)। এঘটনায় রেস্টুরেন্ট মালিক আব্দুল খালেক বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে মামলা করেন।
ছুরিকাঘাতে আহতরা হলেন, রেস্তোরাঁর ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২)। তাদের মধ্যে রেস্তোরাঁর ম্যানেজার তুষারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
ছুরিকাঘাতে আহত রেস্তোরাঁর সহকারী বাবুর্চি শুভ বলেন, আমি রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করছিলাম। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক রান্নাঘরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা বকাবকি করতে থাকে। এ সময় মালিকের মোবাইল নম্বর চাইলে আমি দিতে অপরাগত প্রকাশ করি। এরপর তারা ম্যানেজার তুষারের সঙ্গে বাকবিতণ্ডা করতে থাকে। একপর্যায়ে তারা ম্যানেজারকে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে এক যুবক ম্যানেজারকে ছুরিকাঘাত করে। এ সময় আমি ও শিমুল ঠেকাতে গেলে আমাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। জড়িতদের আমি চিনি না। সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি আছে। এদের মধ্যে দুজন শঙ্কামুক্ত থাকলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, তিনজনকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।