৪র্থ বর্ষে পদার্পণ করলো ঝিনেদা টিভি
ঝিনেদা টিভি “ঝিনাইদহের প্রতিচ্ছবি” এই স্লোগানকে সামনে রেখে আমাদের পথ চলা।
আজ ৪র্থ বর্ষে পদার্পণ করলো ঝিনেদা টিভি। বিগত তিন বছরে নানা চড়াই-উৎরাই পার করে আজকে আমরা এই জায়গায় এসেছি। এই চলার পথে অসংখ্য মানুষের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ পেয়েছি সেই সাথে কিছু মানুষের অবহেলা ও কুটকৌশল ও সইতে হয়েছে আমাদের।
তবে যাই হোক আজকের এমন একটি সুন্দর সময়ে নেতিবাচক বিষয় গুলো ভুলে যেতে চাই। সকল শুভাকাঙ্ক্ষী ও ভালো মনের মানবিক মানুষগুলোর সহায়তা নিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই। আজকে কিছু কথা না বললেই নয় যে কারনে কিছু কথা বলতেই হচ্ছে। আপনারা যারা ঝিনেদা টিভি দেখেন, ঝিনেদা টিভিকে ভালোবাসেন তারা হয়ত লক্ষ করেছেন আপনাদের এই ঝিনেদা টিভিতে অধিকাংশ সময় অসহায়, অবহেলিত মানুষের দুঃখ কষ্টের বিষয়, সমাজের যাবতীয় ভালো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়। আপনাদের এই অনলাইন পোর্টালটি অন্যান্য পোর্টালের মত নয়। এখানে আমরা চেষ্টা করি মানুষের পজেটিভ দিক গুলো, মানুষের মানবিক দিকগুলো তুলে ধরতে, আমাদের এই চ্যানেলে যে মানবিক প্রতিবেদন গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি সেগুলো এজন্যই করি যাতে সমাজটা পরিবর্তনে মানুষের মানবিক বোধগুলো জাগ্রত হয়। মানুষের খারাপ বিষয় তুলে ধরার অনেক মাধ্যম রয়েছে, তারা তাদের মত কাজ করছে। কিন্তু আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের মধ্যে স্রষ্টার রুহ রয়েছে, প্রতিটি মানুষের মদ্ধে মানবিক বোধ রয়েছে, প্রতিটি মানুষ আমরা একই মা বাবা আদম হাওয়ার সন্তান, আমরা ভাই ভাই।
যার যত আছে সে আরো তত পাওয়ার চেষ্টা চালাচ্ছি, আমরা এমন এক সিস্টেমের মদ্ধে পড়ে আছি যেখানে অসহায়, অনাহারী, অবহেলিত মানুষের কথা চিন্তা করার মত সামান্য সময় আমাদের হয় না। আমরা হাজার টাকা নিজেদের জন্য অপচয় করি কিন্তু রাস্তার পাশে না খেয়ে পড়ে থাকা মানুষটির জন্য দশটি টাকা ব্যয় করতে পারিনা। আমরা বিশ্বাস করি ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতার চেয়ে বড় কিছুই নেই। আমরা যদি মানুষের মানবিক বোধটা জাগ্রত করতে পারি তাহলে সমাজটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আমরা বিশ্বাস করি শুধু আইন আর শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যায় নির্মূল করা সম্ভব নয়। একজন মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখতে যেমন আইনের প্রয়োজন তেমন দরকার অন্যায় বোধ জাগ্রত করা, মানুষের আন্তরিক ও মানবিক বিবেক কে জাগ্রত করা তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।