খেলাধুলা

এশিয়া কাপজয়ী যুবারা বোনাস পেলেন ১ লাখ টাকা করে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে একে একে এসে অর্থ পুরস্কার গ্রহণ করেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সদস্যরা। খেলোয়াড়রা প্রত্যেকে পেয়েছেন এক লাখ টাকা পুরস্কার, সাপোর্ট স্টাফের সদস্যরা ৫০ হাজার।

অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার সানোয়ার হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ১৭ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে মাহফুজুর রহমানের দল।

এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দের নিয়েই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি, ভারতের বিপক্ষে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading