ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেফতার
ঝিনাইদহের হরিনাকুন্ডু থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ হত্যা মামলার প্রধান আসামি আবু সাইদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পারদখলপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আবু সাঈদ হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেন ছনুর ছেলে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হরিনাকুন্ডুর চাঞ্চল্যকর সেচ্ছাসেবকলীগ নেতা শামীম হত্যার মূল পরিকল্পনাকারী তার নিজ গ্রামে অবস্থান করছে। সেসময় র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে সন্ত্রাসী আবু সাঈদকে গ্রেফতার করে। এরপর জিজ্ঞাসাবাদে ধৃত সন্ত্রাসী আবু সাইদ হরিণাকুন্ডুর সাবেক সেনা সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম হোসেনের হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক ১টি বিদেশী রিভলবার, ১টি ওয়ান সুটারগান ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। শনিবার বিকালে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।