হরিণাকুন্ডুঝিনাইদহ
হরিণাকুন্ডুতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস বিজয় উদযাপিত
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় ১৬ই ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ৭টা মহান বিজয় দিবস উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জাহাঙ্গীর হোসাইন, চেয়ারম্যান হরিণাকুন্ডু উপজেলা পরিষদ,মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা সুলতানার সঞ্চালনায়,জনাব মোঃ আক্তার হোসেন,ইউ,এন,ও, হরিণাকুন্ডুর সভাপতিত্বে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
আরও উপস্থিত ছিলেন, নিরুপমা রায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) হরিণাকুন্ডু উপজেলা, জনাব মোঃ ফারুক হোসেন, মেয়র হরিণাকুন্ডু পৌরসভা, জনাব মোঃ মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ হরিণাকুন্ডু থানা, জনাব উজ্জ্বল কুমার কুন্ডু,প্রাণী সম্পদ কর্মকর্তা, বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল কলেজের প্রধানগন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ
ও উপস্থিত ছিলেন জাভেদ হাসান আক্তার, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব হরিণাকুন্ডু উপজেলা শাখা।
উক্ত অনুষ্ঠান পিটি প্রারেড ও নাচ, গানসহ, নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।