জাতীয়
কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ঢাকার কেরানীগঞ্জে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
এরশাদ হোসাইন বলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেরানীগঞ্জের বেড়িবাঁধ এলাকার একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
তবে আগুন লাগার কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস বলে জানান তিনি।