লাইফস্টাইল

শীতে যেভাবে নেবেন নরম ঠোঁটের দেখভাল

ঠোঁট নরম এবং গোলাপি রাখতেও নিয়মিত স্ক্রাব করতে হবে। সপ্তাহে একবার চিনি ও লেবুর রস মিশিয়ে ঠোঁটে ঘষুন। চিনি গলে যাওয়া পর্যন্ত মাসাজ করুন। এছাড়া প্রতিদিন সকালে এবং রাতে লিপবাম লাগান ঠোঁটে। এছাড়া সপ্তাহে একদিন আমন্ডবাদাম, গোলাপের পাপড়ি, এক চা-চামচ দুধ এবং এককুচি বিট একসঙ্গে বেটে ঠোঁটে লাগান। শুকিয়ে গেলে ভিজে হাত দিয়ে ঘষে তুলে দিন। এতে ঠোঁট নরম হবে, পাশাপাশি কালচেভাব থাকলে তাও দূর হবে।

 

এ ছাড়াও কিছু উপাদান রয়েছে যেগুলো আপনার ঠোঁট গোলাপি, নরম ও সুন্দর করবে। তার মধ্যে অন্যতম গোলাপের পাপড়ি ও দুধ। ত্বকের জন্য উপকারী গোলাপের পাপড়ি। প্রাকৃতিক ময়েশ্চারাইজার থাকায় এটি ঠোঁটকে নরম করে ও পুষ্টি যোগায়। দুধের সঙ্গে এটি মেশালে ঠোঁট থেকে কালচে রং দূর করে। এজন্যে ৫-৬টি পাপড়ি সারারাত দুধে ভিজিয়ে রাখুন। পরে এটি মিহি করে পেস্টের মতো বানিয়ে প্রতিদিন সকালে ঠোঁটে আলতো করে লাগান।

নারকেল তেল আমাদের ত্বক ও চুলের জন্য খুব উপকারী। এ তেল ঠোঁটকে আর্দ্র করে এবং ফাটা থেকে সুরক্ষা দেয়। রাতে ঘুমানোর আগে ঠোঁটে নারকেল তেল লাগাতে পারেন। এতে ঠোঁট নরম ও উজ্জ্বল হবে। আপনার যদি ঠোঁট ফাটে, তাহলে অনায়াসে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। রাতে ঘুমানোর আগে ঠোঁটে অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরা জেল লাগালে ঠোঁট আর্দ্র থাকে। এতে ঠোঁট নরম ও গোলাপি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Discover more from ঝিনেদা টিভি

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading