আরও দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি, কেন?
রাজপথের বিরোধী দল বিএনপি তাদের আরও দুই নেতাকে বহিষ্কার করেছে। তারা হলেন- দলের নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ এবং জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মাহাবুবুল হাসান।
মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কিন্তু কেন বহিষ্কার করা হলো দুই নেতাকে?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে রাবেয়া সিরাজ ও মাহাবুবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ এবং জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মাহাবুবুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এর মধ্যে শাহ মো. আবু জাফর সম্প্রতি যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমে। তিনি দলটির প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসনে নির্বাচন করবেন। অন্যদিকে একরামুজ্জামান সুখন ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।